• সমগ্র বাংলা

বগুড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:৪৪:১৬

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বুধবার সকালে শহরের সাতমাথায় মোমেনা অনলাইন রক্তদান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র ডেন্টাল টেকনোলজিস্ট আশরাফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। 

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই জেবুননেছা, দেশ টিভির বগুড়া জেলা প্রতিনিধি যুব সংগঠক সঞ্জু রায় ও ডেন্টিস্ট মোশারফ হোসেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, আরমান হোসেন, গোলাম মর্তুজা, নিশাত, ফয়সাল হোসেন, আব্দুর রহমান, জয়নব আক্তার, জান্নাতুল ফেরদৌস, রনি খান, শিশির প্রমুখ। ভাষা শহীদদের স্মরণে উক্ত কর্মসূচিতে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। 

 

মন্তব্য ( ০)





  • company_logo