• সমগ্র বাংলা

সাতক্ষীরা জেলার নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:২৯:৫৪

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেসরকারি এনজিও সংগঠন বেলার আয়োজনে ম্যানগ্রোভ সভাঘরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বেলার বিভাগীয় সমন্বয়কারী  প্রকৃতি ও জীবন ক্লারেব সভাপতি এড. মুনিরুদ্দীন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রানসায়ের খাল রক্ষা সহ জেলার নদী খাল দখল দূষণ মুক্ত করতে না পারলে সাতক্ষীরা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। জেলার নদী খাল খননের জন্য বার বার বরাদ্দ আসলেও সেটা কোন কাজে আসছে না।

সে কারণে সকলে ঐক্যবদ্ধ জোট গঠনের এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। এ সময় অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, নাগরিক নেতারা উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্টানটি সঞ্চলনা করেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী।

মন্তব্য ( ০)





  • company_logo