• কূটনৈতিক সংবাদ

মিয়ানমারে নিযুক্ত দক্ষিন কোরিয়ান রাষ্ট্রদূত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে

  • কূটনৈতিক সংবাদ
  • ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:১৭:৩২

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ  মিয়ানমারে নিযুক্ত দক্ষিন কোরিয়ান রাষ্ট্রদূতমি, ক্যাং কিম জো (H.E. Mr. Kang Kym Gu) কক্সবাজার  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সোয়া ১০ টার সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে উখিয়া ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।  প্রতিনিধি দলের অন্য দু"জন সদস্য হচ্ছেন  মিয়ানমারে নিযুক্ত দক্ষিন কোরিয়ান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মিচ, ব্যাক জিগোচিন্ম  (Ms Bak Ggochnim) ও বাংলাদেশে নিযুক্ত  দক্ষিন কোরিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এন্ড ডিসিএম মিচ, বিয়েক জিন হি (2.Ms Baek Jin Hee)।

প্রতিনিধি দলটি প্রথমে ১৭ নং ক্যাম্পের  এইস/৯৮ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত ডাটা রেজিষ্ট্রেশন সেন্টার ও এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করে।

তারপর ৫ নং ক্যাম্পের জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত এলপিজি গ্যাস সেন্টার পরিদর্শন করেন  এবং  সংশ্লিষ্ট কর্মরত কর্মকর্তা তাদের কার্যক্রম সম্পের্ক প্রতিনিধি দলটি ব্রিফ দেন এবং সেখানে গ্যাস নিতে আসা কিছু রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। এসময় ৫ নং ক্যাম্প সিআইসি অফিসে ক্যাম্প সিআইসি মোঃ আব্দুর রৌউফ"র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরে প্রতিনিধি দলটি ৫ নং ক্যাম্পের ই/৬ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত  সাইট ম্যানেজম্যান্ট সাপোর্ট সেন্টার,  বি/৬ ব্লকে অবস্থিত ইউএন উইমেন এন্ড ব্র্যাক পরিচালিত উইমেন মার্কেট পরিদর্শন করেন। এসময় উপস্থিত কর্মকর্তা তাদের কার্যক্রম সম্পর্কে ধারনা দেন এবং তারা রোহিঙ্গা নারীদের কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন সে সম্পর্কে অবগত হন। 

এছাড়া  প্রতিনিধি দলটি বিকেলে ১৬ নং ক্যাম্পের এ/১ ব্লকে ও /৪ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর  পরিচালিত হ্যান্ডিক্যাপ হাসপাতাল,  কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর-এর  অর্থায়নে এনজিও ফোরাম  পরিচালিত ট্র্যানিং এন্ড প্রোডাকশন সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকেল পৌনে ৪ টার সময় ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo