• সমগ্র বাংলা

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে ৬টি আসনে ২৬ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্ধ

  • সমগ্র বাংলা
  • ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫০:৫০

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে উৎফুল্ল নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ৬টি আসনে ২৬জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দিয়েছেন রিটানিং অফিসার জেলা প্রশাসক শাকিল আহমেদ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় এবং সতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।এসময় নির্বাচনি আচরনবিধি পড়ে শোনানো ছাড়াও নির্বাচন আচরন বিধি মেনে চলতে আহবান জানিয়েছেন তারা।দিনাজপুরের  ৬টি সংসদীয় আসনের দিনাজপুর ( বীরগঞ্জ - কাহারোল) ১ আসনে  ৫ জন, দিনাজপুর (বোচাগঞ্জ - বিরল) ২ আসনে ৩ জন, দিনাজপুর ( সদর) ৩ আসনে ৬ জন।

দিনাজপুর ( চিরিরবন্দর- খানসামা) ৪ আসনে ৪ জন, দিনাজপুর ( ফুলবাড়ী - পাবর্তীপুর) ৫ আসনে ৪ জন এবং দিনাজপুর ( বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাচদট, হাকিমপুর) ৬ আসনে ৪ প্রার্থী  প্রতিন্দ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্রতীক বরাদ্ধ পেয়েই প্রার্থীর পক্ষে প্রচারনায় ব্যস্ত হয়ে পড়ছেন নেতাকর্মী সমর্থকেরা।

মন্তব্য ( ০)





  • company_logo