• সমগ্র বাংলা

দিনাজপুরে সড়কে ঝরলো পুলিশ কর্মকর্তাসহ ৩ জনের প্রাণ

  • সমগ্র বাংলা
  • ০৯ মে, ২০২৪ ২০:২৬:৪৫

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত এবং ৩জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার পৃথক স্থানে ওই দুর্ঘটনা ঘটেছে।  

কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে দিনাজপুর ১০ মাইল মহাসড়কের নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মমতাজ নামে পুলিশের সহকারি উপ পরিদর্শক নিহত এবং জলিল নামে আরেক সহকারি উপ পরিদর্শক গুরুত্বর আহত হয়েছে। মোটর সাইকেলে চড়ে ১০ মাইলের দিকে যাবার সময় একটি ট্রাক মোটর সাইকেলকে পেছনে ধাক্কা দেয়৷ এসময় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয় এএসআই মমতাজ আলী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন। চালক এএসআই আব্দুল জলিলকে গুরুতর জখম অবস্থায় এম আব্দুর রহিম  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু'জনই কোতয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত।  ট্রাকসহ চালক পালিয়ে গেছে।  

নিহত মমতাজ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বাসিন্দা।

এর আগে সকালে ফুলবাড়ী উপজেলার বারোকনা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সাভ্যান আরোহি শামসুল হক নামে এক ব্যক্তি নিহত এবং আরো ২ জন আহত হয়েছে।

উপ পরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস জানান, নিহত শামসুল হক (৬৫) পাবর্তীপুর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এদিকে পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ শাকিউল আযম জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি গামী তিতুমভর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শহিদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি  মানষিক ভারসাম্যহীন অসুস্হ ছিলেন। মুত্যুর ঘটনাটি দুর্ঘটনা জনিত। 

শহিদুল হক (৭০) নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বল্প সময়ে একটি মাদ্রাসায় শিক্ষকতায় জড়িত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo