• স্বাস্থ্য

গাজীপুরে বিজয় দিবসে আলোর দিশারীর রক্তের গ্রুপ নির্ণয়

  • স্বাস্থ্য
  • ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৩:০৬

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুররে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোর দিশারী রক্তদান সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়েছে। গত বছরের ন্যায় এবারো মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন কতৃক পরিচালিত আলোর দিশারী রক্তদান সংগঠনের উদ্যোগে জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে সম্পূর্ণ বিনামূল্যে ১৫০ জনের অধিক ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা, ৩০ জন ব্যাক্তির ডায়াবেটিস এবং ৪০ জন ব্যাক্তির রক্তচাপ পরীক্ষা করা হয়েছে। ক্যাম্পেইনটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হয়।

উক্ত সংগঠনের আলোর দিশারী ফাউন্ডেশনের সমন্বয়ক রাকিব হাসান জিতু,  সংগঠনের সদস্য আরিফ হোসাইন, নাদিম মোড়ল, ভাওয়াল আশরাফুল,  আল আমিন, রোমান আহতাব, আতাউর রহমান সানি, নাসরিন, তাজুল ইসলাম সৈকত, মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজের ল্যাব টেকনোলজিস্ট রাকিবুল আলম রাতুল, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে রকিবুল ইসলাম, তৌহিদুজ্জামান মোল্লা, হালিমা আক্তার হ্যাপী, আসমা আক্তার, মনিরুজ্জামান মনির, শেখ মুন্নি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ১)





image
  • company_logo