• আন্তর্জাতিক
  • লিড নিউজ

মেক্সিকোর উপকূলীয় রাজ্য গুয়েরেরোতে হারিকেন ওটিসের আঘাতে ২৭ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৭ অক্টোবর, ২০২৩ ১৭:০৯:৫০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে হারিকেন ওটিসের আঘাতে ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার জানিয়েছে, ‘পূর্ব মেক্সিকোর একটি উপকূলীয় রাজ্য গুয়েরেরোতে হারিকেন ওটিসের আঘাতে এসব মানুষ মারা যায়। এছাড়া আরও চারজন নিখোঁজ হয়েছে। নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী রোসা আইসেলা রদ্রিগেজ বলেছেন, ‘আন্তর্জাতিক পূর্বাভাসকরা ঝড়ের বিকাশের পূর্বাভাস দেননি এবং মঙ্গলবার যা হয়েছিল তা ছিল "অস্বাভাবিক" এবং একটি "অসম্ভাব্য দৃশ্য। ২৪ ঘন্টার মধ্যে ওটিস একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে একটি ক্যাটাগরি পাঁচ মাত্রার প্রবল সামুদ্রিক ঝড়ে পরিণত হয়।

এরপর এটি উপকূলীয় অঞ্চলে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সামুদ্রিক ঝড়ের ফলে প্রবল বাতাস সেখানকার অবকাঠামো এবং পরিষেবাগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এছাড়া এ ঝড়টি দেশটির জনসংখ্যার একটি অংশকে যোগাযোগবিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। বুধবার ভোরে ঝড়টি আঘাত হানার পর থেকে কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এরপর বুধবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর একটি জরুরি সফরে মেক্সিকো সিটি থেকে আকাপুল্কো যান। ওই অঞ্চলটি সামুদ্রিক ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর জানিয়েছন, ‘আকাপুলকোর ৮০ শতাংশ হোটেল ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে কতগুলো ঘর-বাড়ি ও মানুষ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে তা জানা যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo