• আন্তর্জাতিক
  • লিড নিউজ

সিরিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৭ অক্টোবর, ২০২৩ ১৫:১৭:৪৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের একটি বিবৃতি অনুসারে, ‘মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার সিরিয়ার সামরিক স্থাপনায় দু’টি হামলা চালিয়েছে।অস্টিন জানিয়েছেন, ‘মার্কিন সেনাবাহিনী যেসব সামরিক স্থাপনায় হামলা করেছে তা ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত হচ্ছিল।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নির্ভুল আত্মরক্ষামূলক হামলাগুলো পরিচালিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, ‘১৭ অক্টোবর থেকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।

অস্টিন জানিয়েছেন, এই সপ্তাহের শুরুতে সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন এ পাল্টা হামলার অনুমোদন দেন। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর হামলার সময় একজন মার্কিন ঠিকাদার হৃদরোগে আক্রান্ত হন এবং পরবর্তীতে মারা যান। এছাড়া আরও ২১ মার্কিন কর্মকর্তা আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এসব হামলা ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান দ্বন্দ্ব থেকে আলাদা ও স্বতন্ত্র।

 

মন্তব্য ( ০)





  • company_logo