• বিশেষ প্রতিবেদন

বীরগঞ্জ কবরস্থানে আবারো ৬ কঙ্কাল গায়েব!

  • বিশেষ প্রতিবেদন
  • ২৪ আগস্ট, ২০২৩ ১৫:৫১:১০

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধিঃ কয়েকদিনের ব্যবধানে দিনাজপুরর বীরগঞ্জ কবরস্হান হতে আরো ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্হানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে মােহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপাড়া ৬টি কবরে উপরের মাটি খোড়া চোখে পড়ায় কঙ্কাল চুরির আশঙ্কা করছেন তারা। এর আগে গত ১০ আগস্ট একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্হানের ১১টি কঙ্কাল উধাওয়ের ঘটনা ঘটেছিল।  

জানা গেছে, স্হানীয় বাসিদা মঞ্জুরুল ইসলাম সকালে কবরস্হানের পাশে বেগুন ক্ষেতে কাজ করার সময় কয়েকটি কবর ভাঙ্গা এবং মাটি সরানো অস্হায় দেখতে পেয়ে পাড়াপড়শির ঘটনা জানান। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরীকে জানানো হলে উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ঘটনাস্হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বীরগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার খােদাদাদ হোসেন সুমন এবং বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

 বীরগঞ্জ থানার ইনচার্জ  আব্দুর রাজ্জাক জানান, কয়েকটি কবরের মাথা এবং পায়ের দিকে মাটি খোড়া অবস্হায় ছিল। এতে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে সন্দেহ করছে স্হানীয়রা। তবে  কিছু মাটি সরানো দেখা গেলেও কবরের উপরে অংশে দেওয়ান বাঁশের আড়াগুলো আগের মতই স্ব অবস্হানে দেখা গেছে। তার পরেও নিশ্চিত হতে তদন্ত টিম গঠন করা হয়েছে।  ঘটনা দুইটি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে কঙ্কাল চুরি ঘটেছে কিনা।

অন্যদিকে একের পর এক কঙ্কাল উধাওয়ের ঘটনায় মৃত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসির  মধ্য আতংক দেখা দিয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo