• কূটনৈতিক সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে জাপানের রাষ্ট্রদূত 

  • কূটনৈতিক সংবাদ
  • ১৭ জুলাই, ২০২৩ ১৩:২১:২০

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত (H. E. Kiminori Iwama) কিমিনোরি লাওমা"র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি টিম। ১৬ জুলাই রবিবার সকাল পৌনে ১০ টার সময় থেকে বেলা সোয়া ২ টা পর্যন্ত তিনি টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্প, লেদা ২৪ নং ক্যাম্প-২৪ ও শালবাগান ২৬ নং ক্যাম্প পরিদর্শণ করেন। 

এ সময় ঢাকাস্হ জাপান দূতাবাসের থার্ড সেক্রেটারি (প্রটোকল) (Mr. Katsumi Shimmura) মি.কাটসোমি সিমমোরা ও অর্থনৈতিক বিষয়ক ও উন্নয়ন সহযোগী বিভাগের সদস্য মিস. ইউ কোনিডা( Ms. Yo kunieda) রাষ্ট্রদূতের সফর সংগী ছিলেন। 

উক্ত প্রতিনিধিদল ক্যাম্পের সকল রোহিঙ্গা এবং জাতি সংঘ শরনার্থী সংস্থা ( UNHCR) এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে  উক্ত প্রতিনিধিদল ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

টেকনাফস্হ ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, " বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিকেলে ফিরে গেছেন। "

মন্তব্য ( ০)





  • company_logo