• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪১ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ মার্চ, ২০২৩ ১৮:১১:৫৩

ছবিঃ সিএনআই

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় পণ্যের দাম ও মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরা। ২৯ মার্চ (বুধবার) বিকাল আড়াইটার সময়  সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন দোকানে  মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরা।

এসময় বিভিন্ন দোকান ও তরমুজের আড়তে পণ্যের দাম ও মূল্য তালিকা না থাকায় এবং দোকানের বাইরে সড়কের উপর তরমুজ ও মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ এবং কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী পৃথক ৬টি মামলায় মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেক্টর  সারওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

মন্তব্য ( ০)





  • company_logo