• অপরাধ ও দুর্নীতি

৩৩৩ লিটার মদ, নগদ টাকাসহ ১৬ মাদক কারবারিকে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ অক্টোবর, ২০২২ ১০:৫৬:১২

ছবিঃ সিএনআই

কাফি খান, ময়মনসিংহ: অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, পিপিএম'র নেতৃত্বে অপারেশনে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ২৮ অক্টোবর ২০২২ তারিখ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পৌরসভা রেলওয়ে কলোনী  হতে ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ টাকাসহ ১৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত আসামিরা হলো ইকবাল (২৫) মোঃশফিক (২৪) হরেন্দ্র (৫৫) ইমরান (২৬) ফজলে রাব্বি (২৩) আমিনুল (২০)  কাশেম (৭০) জমির (৫০) জাসু (৪২) শিশু (৩৫)  হাবিব (৪০) দুলাল (৪৫) সুরুজ (৭০) আঃ মুত্তালিব (৭০) আওলাদ (৪০) অনিল (৭০) উদ্ধারকৃত মালামাল হলো ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ, নগদ ৫২০০ টাকা,১০ টি মোবাইল সেট ও ১০ সিম কার্ড। মোট উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১,৩০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য ( ০)





  • company_logo