• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

ঈশ্বরগঞ্জে প্রতারণা মামলার গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ২৯ অক্টোবর, ২০২২ ১০:৪৬:১৮

ছবিঃ সিএনআই

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে একজন ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত স্বামী স্ত্রীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ও নারী কনস্টেবল তানিয়া আক্তার অভিযান চালিয়ে আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের আবুল কাসেমের ছেলে শরীফুল আলম শরীফ (৩৫) অসহায় মানুষদের ঘর ও বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা দেয়ার কথা বলে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার করে। অপরদিকে সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি উপজেলার বড়হিত ইউনিয়নের ভুলসুমা গ্রাম থেকে মৃত রুস্তম আলীর ছেলে স্বামী আব্দুর রাজ্জাক (৫৫) ও স্ত্রী বিলকিস আক্তার লাভলী (৫০) কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, প্রতারণা মামলায় সোহাগী ইউনিয়নের শরীফ ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি স্বামী স্ত্রীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo