• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে ১১ জুয়ারীর কারাদন্ড 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ অক্টোবর, ২০২২ ১৩:৫১:৩২

প্রতীকী ছবি

আব্দুল আউয়াল ঠাকুরগাঁঃ ঠাকুরগাঁওয়ে আশংকাজনক হারে জুয়ারুর সংখ্যা বাড়ছে। জুয়ারুদের অত্যাচারে বিভিন্ন এলাকার মানুষজন ও তাদের পরিবারের লোকজন অতিষ্ঠ। এরই ধারবাহিকতায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আলাদা আলাদা কারাদন্ডাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার ওই ১১ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।  

জানা যায়, সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে ৬ জুয়ারুকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ভেলাজান গ্রামের ইবনে সাদের ছেলে মো: ওবায়দুর রহমান (৪৫), একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো: জিম (২৪), ভেলাজান হাজীপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে তসলিম উদ্দীন (৪০), ভেলাজান হাজীপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (৩২), একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও কোয়াটোল গ্রামের আবু তালেবের ছেলে রাজিকুল ইসলাম (৩৫)। অপরদিকে সদর উপজেলার আখানগরে জুয়ার বোড থেকে ৫ জুয়ারিকে আটক করে তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, আখানগর শুকানীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে মো: সেলিম উদ্দীন (২৩), দোগাছী গ্রামের চুচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিয়র রহমান (৩২), আখানগর মেম্বার পাড়া গ্রামের মৃত পুহাতুর ছেলে মোজাহারুল ইসলাম (৩৫), ননী গোপালের ছেলে নরতম বর্মন (৪৫) ও একই গ্রামের সামসুল হকের ছেলে ফিরোজ জামান (৩৫)। 

মন্তব্য ( ০)





  • company_logo