• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

চাঁপাইনবাবগঞ্জে নিষেধাজ্ঞা অমাণ্য করে বিক্রয় প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা আদায়

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৭ এপ্রিল, ২০২১ ১৪:৪০:০০

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন দোকান মালিককে জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের একটি দল। এ বিষয়ে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমান্ডার মেজর সাকিব জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রওশন জাহান ও শাহানাজ পারভীনের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, নিউ মার্কেট এবং হাসপাতাল রোডে অবস্থিত মার্কেটের আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা ও মিষ্টান্নের দোকানে ক্রেতারা বসে খাবার গ্রহনের দায়ে ৩ দোকান মালিককে মোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আবার দোকান খোলা রাখা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। এদিকে লক ডাউনের তৃতীয় দিনেও জেলা শহর থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও অভ্যন্তরীন রুটে সিএনজি, অটোরিক্সা ও মটরসাইকেল চলাচল অব্যাহত রয়েছে। 

মন্তব্য ( ১)





image
  • company_logo