• সমগ্র বাংলা

মর্জিনা হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১১:০০

নিউজ ডেস্ক: জমি বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দায় মর্জিনা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হলো একই এলাকার আরফান আলী।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে প্রকাশ, প্রতিবেশীদের সাথে চলা দীর্ঘদিনের জমি বিরোধে ২০০৫ সালে ৩০ অক্টোবর সকালে ময়মনসিংহের তারাকান্দায় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মর্জিনা মৃত্যুবরণরে। এ ব্যাপারে মর্জিনার চাচা বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে দাখিল করে।

দীর্ঘসূত্রিতার পর আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার বিজ্ঞ বিচারক আদালতে ১ জনকে যাবজ্জীবন ও ১ জনকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাসের আদেশ দেন আদালত। আসামি পক্ষে আইনজীবী মো. হারুন অর রশিদ, রাষ্ট্র ও বাদী পক্ষে আইনজীবী আফিয়া আক্তার, শেখ আবুল হাসেম মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo