• প্রশাসন

রংপুরের হারাগাছ পৌর নির্বাচন সুষ্ঠু হবে: পুলিশ কমিশনার

  • প্রশাসন
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩২:০৬

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরের  হারাগাছ পৌরসভা নির্বাচনে কোন ধরনের বল প্রয়োগ টলারেট হবে না বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ। শনিবার (২৭ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেট্রোপলিট পুলিশ কমিশনার জানান,৩শ৭২ জন পোশাকটি ও সাদা পোশাকে অফিসার্স, বিজিবি চারটি রাবের দুইটি টিম ছাড়াও নয়টি ওয়ার্ডের জন্য নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে কাজ করবে। কেউ বল প্রয়োগের চেষ্টা করলেই তা প্রতিহত করা হবে। প্রয়োজনীয় সরঞ্জামাদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছে দেয়া হয়। কাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে ২০টি ভোটকেন্দ্রের ১৬১ টিবুথে বিরতিহীন ভাবে চলবে ভোট। এখানে ভোটার রয়েছেন ৫৯হাজার ১৭০জন।

মন্তব্য ( ০)





  • company_logo