• অপরাধ ও দুর্নীতি

সিনিয়র ভাইকে ‘তুমি’ বলায় যুবক খুন

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৫৩:০৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর আফতাবনগরের সিনিয়র-জুনিয়র নিয়ে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের কাজল গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাজ হামলার শিকার হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

নিহত কাজল গাজীর পরিবার জানায়, সোমবার আফতাবনগরে আড্ডার মোড়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রপের কথা-কাটাকাটির একপর্যায়ে দ্বন্দ্বে জড়ায়। ওই দিন সন্ধ্যায় আবারও দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে কথিত গ্যাংস্টার গ্রুপের প্রধান ইমন, রাব্বি, সাগর, পাপ্পু রড, লাঠি দিয়ে হামলা করলে আহত হয় কাজল গাজী। পরে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পুলিশ বলছে, ক্রিকেট খেলায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি ঘটনা ঘটেছে। যার বলি হলো কাজল গাজী। এই ঘটনায় এখন পর্যন্ত দুই গ্রুপের ৬ জনকে গ্রেফতার করেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম বলেন, ‘এক জুনিয়র ছেলে আরেক সিনিয়র ভাইকে তুমি বলে সম্বোধন করেছে। এখান থেকেই দুই গ্রুপের দ্বন্দ্বের সূত্রপাত হয়। আমরা চেষ্টা করছি, প্রকৃত আসামিদের গ্রেফতার করার জন্য।

কাজল গাজী গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী ছিল। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
 

মন্তব্য ( ০)





  • company_logo