• উদ্যোক্তা খবর

কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ  

  • উদ্যোক্তা খবর
  • ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:১৪:৫৯

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান উপলক্ষে ভিক্ষুকদের ভাইবা ও যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পরিষদের সামনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

জানা যায়, বাংলাদেশ সরকার ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান করার উদ্যোগ নিয়েছে। সেই উপলক্ষে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মসজিদের প্রেস ইমাম ক্বারি আব্দুর রহিম কোরআন ও সুন্নাহর আলোকে ভিক্ষাবৃত্তির কুফল বর্ননা করে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo