• অর্থনীতি

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

  • অর্থনীতি
  • ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪৭:১১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে একদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ পথে আমদানি-রফতানি পণ্য নিয়ে ট্রাকচালকরা দুই দেশের মধ্যে যাতায়াত শুরু করে। এর আগে ভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার সরকারি ছুটিতে এ পথে বন্ধ ছিল বাণিজ্যিক কার্যক্রম। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সকাল থেকে পুনরায় এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

জানা যায়, দেশের স্থলপথে যে পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় তার ৭০ শতাংশ শুধু হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দেড়শ’ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। আমদানি পণ্য থেকে প্রতিবছর সরকারের প্রায় ৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। 

মন্তব্য ( ০)





  • company_logo