• তথ্য ও প্রযুক্তি

মঙ্গলপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল রোভার

  • তথ্য ও প্রযুক্তি
  • ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:২৩:৫২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মঙ্গলপৃষ্ঠে ঐতিহাসিক সফল অবতরণের পর প্রথম ছবির প্রকাশ করল নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স রোভার।

দীর্ঘ সাত মাসের যাত্রা শেষে বাংলাদেশ সময় রাত তিনটায় মঙ্গলে অবতরণ করে রোভারটি। সব জল্পনার অবসান ঘটিয়ে এরপরেই লাল গ্রহের ছবি পাঠালো এই যানটি।

নাসার তরফ থেকে পাঠানো রোভারটিতে রয়েছে বিশেষ যন্ত্র। এটি হলো রিয়েল টাইম ছবি তোলার জন্য অটোমেটিক যন্ত্র।

লাল গ্রহের প্রথম ছবিটি টুইট করে নাসার তরফ থেকে লেখা হয়, 'Hello, world. My first look at my forever home.'

জেজেরো ক্র্যাটার মঙ্গলের এমন একটি জায়গা যা মারাত্মক দুর্গম। সেখানে রয়েছে গভীর উপত্যকা, সুউচ্চ পাহাড়, বালির টিলা এবং উঁচু-নিচু পাথর, যা জায়গাটিকে অসমান করে তুলেছে।

এই এলাকায় রোভার নামতে কতটা সক্ষম হয়, সেদিকে নজর ছিল সকলের। মনে করা হয় একসময় এখানে নদী প্রবাহিত হত, পরে সেটি হয়তো হ্রদে পরিণত হয়।

মঙ্গলপৃষ্ঠে কী কী উপাদান রয়েছে এবং আদৌ সেখানে প্রাণের অস্তিত্ব আছে কী না, নানা বিষয়ে আগামী দুবছর মঙ্গলে অনুসন্ধান করবে নাসার এই রোবট। পাশাপাশি লালগ্রহ থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করার কথা রয়েছে।

বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আজ মঙ্গলে সফলভাবে এই রোবট অবতরণকে নতুন এক অধ্যায় রচিত হলো।

মন্তব্য ( ০)





  • company_logo