• তথ্য ও প্রযুক্তি

বাটন ছাড়াই আসছে নতুন স্মার্টফোন শাওমির

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৫০:৫০

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উন্নত প্রযুক্তিতে ওয়াটারফল ডিসপ্লের ফোন আনতে চলেছে শাওমি। ডিসপ্লের চতুর্দিকে কার্ভস সম্বলিত ফোনটির বিশেষত্ব হলো এতে কোনো বাটন থাকবে না। লুকের দিক থেকে সমগ্র ফোনজুড়েই থাকছে স্ক্রিন। পাশাপাশিই ফোনে কোনো পোর্টস বা বাটনস দেওয়া হচ্ছে না।

কোম্পানির সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল অভাবনীয় এই কার্ভড ওয়াটারফল ডিসপ্লে দিতে গিয়ে ফোনের লুক যেন কোনোভাবেই বেঁকে না যায়! আর সেই চিন্তাভাবনা থেকেই ৮৮ ডিগ্রি কোয়াড-কার্ভড গ্লাস প্যানেল এবং তার সঙ্গে থ্রিডি বন্ডিং পদ্ধতিতে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই ডিসপ্লে।

সম্প্রতি শাওমি একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিওতেই নজরে এসেছে ফোনের রিয়ার ক্যামেরা সেটআপ। যদিও ক্যামেরা মডিউল ছাড়া ফোনটিতে আর কোনো এজেস থাকছে না।

মন্তব্য ( ০)





  • company_logo