• জাতীয়

‘ডিজিটাল বাংলাদেশে আমরা পায়েচালিত অ্যানালগ রিকশা চালাতে চাই না’

  • জাতীয়
  • ২৫ জানুয়ারী, ২০২১ ১৬:২৮:১১

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালাতে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ রিকশা-ভ্যানচালক শ্রমিক ফেডারেশন ও জনমুক্তি পার্টির যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জনমুক্তি পার্টির চেয়ারম্যান মমতাজ উদ্দিন মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে আমরা পায়েচালিত রিকশা চালাতে চাই না। আমরা ব্যাটারিচালিত রিকশা চালাতে চাই। আগে কৃষক মাঠে গরু দিয়ে চাষাবাদ করত, এখন তারা আধুনিক মেশিনের সাহায্যে জমিচাষ করে। তাহলে আমরা কেন এই ডিজিটাল বাংলাদেশে পায়েচালিত (অ্যানালগ) রিকশা চালাব?

তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই যেখানে রাস্তা আছে সেখানেই ব্যাটারিচালিত রিকশা চলবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদের ব্যাটারিচালিত রিকশা চালানোর সুযোগ করে দিন।’

রিকশা-ভ্যানচালকরা ‘পায়ে চালিত অ্যানালগ রিকশা চালাতে চাই না, ব্যাটারিচালিত ডিজিটাল রিকশা চালাতে চাই’, ‘মানুষ হয়ে মানুষ টানার মতো অমানবিক পেশা হতে মুক্তি চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুসহ প্রায় দেড় শতাধিক রিকশা-ভ্যানচালক উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে ছয়-দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-
১. ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য বিআরটিএ থেকে রোড পারমিট ও চালককে লাইসেন্স বরাদ্দ দেয়া
২. প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা ভিআইপি রোড ও হাইওয়ে রোডের দুই পাশে সাইডলাইন বাস্তবায়ন করা
৩. হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা
৪. আটক হওয়া ব্যাটারিচালিত রিকশা নিঃশর্তভাবে ছেড়ে দেয়া এবং পুলিশের চাঁদাবাজি বন্ধ করা
৫. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দকৃত রিকশা নম্বর ও লাইসেন্স বাবদ নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া এবং
৬. এলাকাভিত্তিক সন্ত্রাসীদের চাঁদা আদায় বন্ধে তৎপর হওয়া।

মন্তব্য ( ০)





  • company_logo