• আন্তর্জাতিক

ইরাকে এবার আইএসের হামলায় আল শাবির ১১ সদস্য নিহত

  • আন্তর্জাতিক
  • ২৪ জানুয়ারী, ২০২১ ১৪:০৬:৩৭

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবির অন্তত ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ইসলামী সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।

দেশটির সেনা সূত্র জানিয়েছে, শনিবার ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে আইএস জঙ্গিরা এ হামলা চালায়।

ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আল-শাবির সদস্যদের হত্যার ঘটনা ঘটল।

আল-শাবির কর্মকর্তা আবু আলী আল-মালিকি জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও আরও ১০ জন আহত হন।

এদিকে হামলার ঘটনায় কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা বাহিনী এ জন্য আইএস জঙ্গিদের দায়ী করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo