• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ জানুয়ারী, ২০২১ ১০:১৬:৪৪

ছবিঃ সিএনআই

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া ইতিহাসে দ্বিতীয় বারে মত ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে সাতকানিয়া থানার প্রশাসন। কিছু দিন আগে ১৪ হাজার পিস ইয়াবা সহ এক ট্রাক ড্রাইভারকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। আটক ড্রাইভার আবুল কাশেমের আচরণ সন্দেহজনক হলে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের আদেশ পেয়ে আসামীকে রিমান্ডে আনলে জিজ্ঞাসাবাদে ট্রাকে আরও ইয়াবা রাখার কথা জানান। সে তথ্য ভিত্তিতে (১৯ জানুয়ারি) ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা আরও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন সাতকানিয়া থানার  পুলিশ। গাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করেন, শেষ পর্যন্ত গাড়ির পেছেনের অংশে পুরাতন কাঠের টুকরায় অভিনব সুকৌশলে রাখা হয় ঐ সব ইয়াবা।

এসব ইয়াবা উদ্ধার করেন এসআই আহসান হাবীব ও এসআই রমজান। আসামী মো: আবুল কাশেম (৪৫) পিতা মৃত আব্দুল কাদের সাং খুনিয়া পালং থানা: রামু, জেলা কক্সবাজার   ইয়াবা সংক্রান্তে জব্দকৃত ট্রাক নং চট্ট মেট্রো ট- ০৫-০৪৯১ সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘ইয়াবা পাচারের ঘটনায় এক আসামিকে রিমান্ডে আনলে তার দেখানো মতে জব্দকৃত একটি ট্রাক থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এই ঘটনায়, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(গ)/৪১ রুজু করা হইয়াছে । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo