• সমগ্র বাংলা

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান থেকে বেরোল ১২ কেজি গাঁজা

  • সমগ্র বাংলা
  • ১৯ জানুয়ারী, ২০২১ ১৬:১৮:৩৪

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা-সিলেট সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী পিকআপ ভ্যান আটক করে ভৈরব থানা পুলিশ। ওয়ার্কশপে নিয়ে বডি কেটে একে একে বের করে আনা হয় ১২ কেজি গাঁজা।

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পিকআপের ড্রাইভার আল-আমিন ও হেলপার চান মিয়াকে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত গাঁজা হবিগঞ্জ থেকে নেয়া হচ্ছিল ঢাকায়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী ১টি পিকআপ ভ্যান আটক করেন। আটককৃতদের দেখানো মতে পিকআপ ভ্যানের বডি কেটে ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ২ জনকে আটক করা হয়। মাদক বহনের কারণে আটককৃতদের পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। কৌশলে পিকআপ ভ্যানের বডির মধ্যে গাঁজা ঢুকিয়ে তা ওয়েলডিং করে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল বলে আটককৃতরা জানান। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মন্তব্য ( ০)





  • company_logo