• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৮ জানুয়ারী, ২০২১ ১১:১৪:০৭

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। শীত এবং কুয়াশার মধ্যে চরম দুর্ভোগে পড়েছে আটকে পড়া এসব যানবাহনের যাত্রীরা। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মধ্য রাত থেকে কুয়াশা পড়ত থাকে। রবিবার দিবাগত রাত পোনে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথের মার্কিং দৃষ্টির বাহিরে চলে গেলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেন। সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এসময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ৬শতাধিক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাটে এসে অপেক্ষায় থাকে।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে উথলী মোড় থেকে আরিচার দিকে মহাসড়কের উপর পণ্যবাহী ট্রাকগুলোকে আটকিয়ে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত পোনে ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫টি ফেরি মাঝ নদীতে নৌঙর করে থাকতে বাধ্য হয়। সোমবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।তবে রাতে আসা যাত্রীবাহী নৈশ কোচগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo