• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ জানুয়ারী, ২০২১ ১৭:৩৪:৫১

প্রতীকী ছবি

মোহাম্মদ তারেক, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রশাসনের অভিযানে নিয়মিত মাদকদ্রব্য আটকেই প্রমান দেয় বন্দর নগরী চট্টগ্রাম মাদক ততা ইয়াবা,বিদেশি মদ এবং ফেন্সিডিলের রমরমা ব্যবসার জেটিতে পরিণত হচ্ছে। দেশব্যাপী মাদক আদান প্রদানের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে চট্টগ্রাম নগরী। এবার ৩৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব পংকজ দত্ত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ০৪ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি রাত ৮ঃ৫০ মিনিটে চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন বিশ্বকলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ সাইফুল ইসলাম প্রঃ সাইফুল ড্রাইভার (৩২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo