• তথ্য ও প্রযুক্তি

করোনা প্রতিরোধে অভিনব মাস্ক, আছে মাইক্রোফোনও

  • তথ্য ও প্রযুক্তি
  • ১৫ জানুয়ারী, ২০২১ ১১:৪৯:৪০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গেমিং কোম্পানি রেজার তৈরি করেছে বিল্ট ইন মাইক্রো ফোনসহ একটি অত্যাধুনিক মাস্ক। যার উপরিভাগ স্বচ্ছ হওয়ায় মাস্কে ঢাকা থাকলেও দেখা যাবে পুরো চেহারা। 

ফলে মাইক্রোফোনের পাশাপাশি ঠোঁট নাড়ানো দেখে সহজেই বোঝা যাবে কে কি বলছে। এতে থাকবে অ্যাক্টিভ ভেল্টিলেশন সুবিধাও। তবে মজার ব্যাপার হচ্ছে, এতে থাকবে লো লাইট মোড অর্থাৎ রাতের বেলা লাইট জ্বলবে মাস্কের মধ্যেই। 
  
সিলিকন ফিটিং থাকায় মুখে বারবার হাত দেওয়া যাবে না। তবে এন৯৫ সমগোত্রীয় মাস্কটি এখনই বাজারে আসছে না। কেননা, প্রতিষ্ঠানটি ভেল্টিলেটরের স্থায়িত্ব ও ফিল্টার বদলানোর ব্যাপারে আরও গবেষণা করবে। 

সাধারণ ব্যবহারকারীরা মাস্কটি কিনতে আগ্রহী হবে কিনা সেটাও খুব নিবিড়ভাবে যাচাই করবে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি অনলাইনে চলা ইলেকট্রনিক কনজিউমার শোতে (সিইএস) মাস্কটি প্রদর্শন করে গেমিং কোম্পানি রেজার। 

সূত্র: বিবিসি। 
 

মন্তব্য ( ০)





  • company_logo