• সমগ্র বাংলা

আশুগঞ্জে পৃথক দূর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা
  • ১৩ জানুয়ারী, ২০২১ ২০:৫৭:৪৪

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া থেকে হাসান জাবেদঃ আশুগঞ্জে চরচারতলা গ্রামের সারকারখানা রোডে তৈলবাহী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মস্তিষ্ক রক্তক্ষরণে  সুমন(২) নামে এক শিশু নিহত হয়েছে।  ১৩ জানুয়ারি বুধবার দুপুরে  চরচারতলা গ্রামের সারকারখানা রোডে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রমতে জানা যায়, চরচারতলা গ্রামের মো. আবুবকর মিয়ার  ছেলে সুমন  চলন্ত তৈলবাহী ট্রাকের সামনে পড়ে যায়। এতে ট্রাকের ডানপাশের পেছনের চাকার সাথে ধাক্কা লেগে সাথে সাথেই  শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির পরিবার সারকারখানা সড়কের শিয়ালহাটির পাশেই ভাড়া বাসায় থাকতো। 

আশুগঞ্জ থানার এসআই জসিম জানান,  সুমন  সারকারখানা রোড অতিক্রম করছিল। বিপরীত দিক থেকে আসা  চলন্ত তৈলবাহী ট্রাকের সামনে  সে পড়ে যায়। এতে ট্রাকের ডানপাশের পেছনের চাকার সাথে ধাক্কা লেগে সাথে সাথেই  সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দূর্ঘটনার সাথে সাথে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায়  তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

অপরদিকে আশুগঞ্জ থানার পেছনে  উপজেলার সোনারামপুর এলাকার হাজী আক্তার  মিয়ার হাজী ভবনে স্টিলের গ্রীলের গেইট লাগানোর সময় গেইটের নীচে চাপা পড়ে প্রচুর মস্তিষ্ক রক্তক্ষরণে মোমিন(১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।১৩ জানুয়ারি বুধবার দুপুরে   উপজেলার  কলাবাগান রোডের সোনারামপুর এলাকায় এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রমতে জানা যায়, মৈশাইর গ্রামের ফকিরহাটির মো. ইসহাক  মিয়ার ছেলে নিহত মোমিন  স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো। সে হাজী আক্তার   মিয়ার বাড়ীতে  স্টিলের গ্রীলের গেইট লাগানোর সময় গেইটের নীচে চাপা পড়ে প্রচুর মস্তিষ্ক রক্তক্ষরণের কারণে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তামান্না হক তাকে মৃত ঘোষনা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান,  মৈশাইর গ্রামের  ফকিরহাটির মো. ইসহাক মিয়ার ছেলে  মোমিন হাজী আক্তার মিয়ার বাড়ীতে  স্টিলের গ্রীলের গেইট লাগানোর সময় গেইটের নীচে চাপা পড়ে  প্রচুর মস্তিষ্ক রক্তক্ষরণ হয়। পরে তাকে  আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত  ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

 

মন্তব্য ( ০)





  • company_logo