• কূটনৈতিক সংবাদ

মালদ্বীপের ধর্মমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • কূটনৈতিক সংবাদ
  • ০৯ জানুয়ারী, ২০২১ ১৬:৪০:৩৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: মালদ্বীপের ইসলামিক বিষয়াদি সম্পর্কিত মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল মো. নাজমুল হাসান। সাক্ষাতে দেশটির ধর্মমন্ত্রী জাহির আলীর কাছে বাংলাদেশি কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।    

এ সময় রিয়ার অ্যাডমিরাল মো. নাজমুল হাসান বলেন, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যেন ইসলামের বিধান অনুযায়ী পরিশোধ করা হয়। বেতন যেন দীর্ঘদিন আটকে না রাখা হয়। এ বিষয়ে মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।    

এছাড়াও ভাতৃ-প্রতীম দুটি দেশের মধ্যে ইসলামী বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ইসলামী মূল্যবোধ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন-দূতালায় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ, করোনাকালে ও দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও এনজিওগুলোর সঙ্গে যোগদানকারীরা।     

মন্তব্য ( ০)





  • company_logo