• কূটনৈতিক সংবাদ

আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়াতে ফেরত যেতে দেওয়ার আহ্বান

  • কূটনৈতিক সংবাদ
  • ০৯ জানুয়ারী, ২০২১ ১৩:৩০:৪৯

ফাইল ছবি

নিউজ ডেস্ক: দেশে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়াতে ফেরত যেতে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। শুক্রবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মালয়েশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত হাজানাহ মো. হাসিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আহ্বান জানিয়েছেন।  

নতুন রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, বাণিজ্য ক্ষেত্রে আরও জোরালো সহযোগিতার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ছাড়ের বিষয়টি মালয়েশিয়াকে বিবেচনা করতে বলেন।

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেওয়ার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়ে শাহরিয়ার আলম ওই জনগোষ্ঠীর প্রত্যাবাসনে আসিয়ানে আরও জোরদার ভূমিকা গ্রহণের জন্য মালয়েশিয়াকে অনুরোধ করেন।

এর জবাবে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশিদের ফেরত যাওয়ার বিষয়টি তার সরকারকে জানাবে বলে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করে জানান, এটির দ্রুত সমাধান হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo