• শিক্ষা

নৌকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হাতে বই তুলে দিলেন ইউএনও

  • শিক্ষা
  • ০২ জানুয়ারী, ২০২১ ১০:৫১:২৫

ছবিঃ সিএনআই

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পাঠ্যপুস্তক বিতরণ দিবসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সন্ধ্যা ও গাবখান নদীর তীরবর্তী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি সেবার নৌকায় গিয়ে মাধ্যমিক স্কুল, মাদরাসার ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা। আজ শুক্রবার সকালে করোনা সংক্রমণ প্রতিরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন।

এসময় পাঠ্যপুস্তক বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কান্তি চাকী, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ। করোনা কালীন সময়ে নতুন বছরের প্রথম দিনে বাড়ি বসে শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু বলেন, ইউএনও’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

মন্তব্য ( ০)





  • company_logo