• সমগ্র বাংলা

আনোয়ারায় দুটি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা
  • ০৩ ডিসেম্বর, ২০২০ ১৯:১৩:৫৮

ছবিঃ সিএনআই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ক্লিনিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এ জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার চাতরী চৌমুহনী বাজারের স্টার ক্লিনিক্যাল ল্যাব ও মহালখান বাজারের দক্ষিণে ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হসপিটালে অভিযান চালায়। অনুমোদনহীন ক্লিনিক দুটিতে স্বাস্থ্যবিধি না মানায় স্টার ক্লিনিক্যাল ল্যাবকে ৫ হাজার টাকা ও ছায়াপথ ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo