• বিনোদন
  • লিড নিউজ

সেরা অভিনেতা তারিক আনাম খান, সেরা অভিনেত্রী সুনেরাহ

  • বিনোদন
  • লিড নিউজ
  • ০৩ ডিসেম্বর, ২০২০ ১৫:৪১:৩৩

ছবিঃ সংগৃহীত

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটলো। এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেই সঙ্গে জানা গেলো, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। ঘোষণা অনুযায়ী ২০১৯ সালের সেরা চলচ্চিত্র যৌথভাবে নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ এবং ‘ফাগুন হাওয়ায়’। শুধু তাই নয়, ‘ন ডরাই’ ছবির নায়িকা সুনেরাহ বিনতে কামালের অভিনয়কে স্বীকৃতি দিয়েছে জুরিবোর্ড। এর ফলে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তিনি। ২০১৯ সালের সেরা অভিনেত্রীর (প্রধান) পুরস্কার পাচ্ছেন তিনি।

২০১৯ সালের সেরা অভিনেতার (প্রধান) পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

অন্যদিকে একই বছরে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য সেরা অভিনেতার ( পার্শ্ব চরিত্রে) পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। ‘মায়া দ্য লাস্ট মাদার’ সিনেমার জন্য সেরা শ্রেষ্ঠ অভিনেত্রীর ( পার্শ্ব চরিত্রে) পুরস্কার পাচ্ছেন নার্গিস আক্তার।

এবার মোট ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। সেগুলো হলো আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যান।

মন্তব্য ( ০)





  • company_logo