• বিনোদন

রাগ আর মেজাজ এক জিনিস নয়: সালমান

  • বিনোদন
  • ০৩ ডিসেম্বর, ২০২০ ১২:৩৬:৪৩

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের ভাইজান সালমান খান রেগে গেলে কী হয়, তা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। এই নায়ক এবার তার সেই রেগে যাওয়ার নেপথ্যে যুক্তি খাড়া করলেন।

তার রাগের কথা এক প্রকার মেনে নিয়ে সালমান বলেছেন, ‘রাগ করা আসলে ভালো। যখন কোনো পক্ষ নিতে হয়, তখন রেগে যাওয়া প্রয়োজন। আবার যখন নিজের উপরে রেগে যাই, তখন সেটা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সালমান। তার ভাষ্য, রাগ আর মেজাজ এক জিনিস নয়। ‘মেজাজ অনেক সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটা খারাপ। আমি মেজাজ খারাপ করি না, কিন্তু মাঝে মাঝে ভীষণ রেগে যাই,’ যোগ করেন এই অভিনেতা।

সালমান খোলাসা করেছেন, কেন তার বন্ধুর সংখ্যা কম। তার বন্ধুদের বেশির ভাগই তার ছোটবেলার। অভিনেতা বলেছেন, ‘প্রথম প্রথম সকলেই ভালো ব্যবহার করে। যখনই বন্ধুত্ব গাঢ় হবে, তখনই দোষগুলো চোখে পড়বে। তাই বন্ধুত্ব টিকিয়ে রাখা মুশকিল।’

মন্তব্য ( ০)





  • company_logo