
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ঘাটের বিউটি ট্যোবাকো ফ্যাক্টরীতে র্যাব-৪ অভিযান চালিয়ে সিগারেটের দুই সহাস্রাধিক নকল ব্র্যান্ডরোলসহ ম্যানেজারকে আটক করেছে। বুধবার মানিকগঞ্জ অঞ্চলের র্যাবের অধিনায়ক সিনিয়র এএসপি উনু মং এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছে দীর্ঘদিন ধরে বিউটি ট্যোবাকো কোম্পানী নকল ব্র্যান্ডরোল দিয়ে তাদের কোম্পানীর কিং ব্ল্যাক ও বারবি নামের সিগারেটে তারা বাজারজাত করে আসছে। এতে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। বুধবার দুপুরে অভিযানের সময় ২ হাজারেরও বেশী নকল ব্র্যান্ডরোলের স্টিকারসহ সিগারেট আটক করা হয় । এসময় ওই ফ্যাক্টরির ম্যানেজার নবীন চন্দ্র সাহাকে আটক করা হয়েছে। এঘটনায় বিউটি ট্যোবাকোর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব-৪ এর সিনিয়ন এএসপি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বিশনি (৭৫) ন...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তে...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায় শতাধিক রিক্সা ও ভ্...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অবৈধ স্থাপন...
মন্তব্য ( ০)