• কূটনৈতিক সংবাদ

রেলপথ চালু হলে নীলফামারীতে ব্যবসা-বানিজ্যের দ্বার উম্মোচন হবে: মোহাম্মদ ইমরান

  • কূটনৈতিক সংবাদ
  • ০১ ডিসেম্বর, ২০২০ ১৯:০৫:২৮

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: দুই দেশের সরকারের সু-সম্পর্কের সুফল হিসেবে বাংলাদেশ ও ভারতের জনগনের মধ্যে সৌহাদ্যমুলক সম্পর্ক তৈরীর ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা হবে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। যা ১৯৬৫সালে তুলে ফেলা হয়েছিল। ইতোমধ্যে সব অবকাঠামো তৈরী কাজ অনেকটাই শেষ পর্যায়ে। তবে ইমিগ্রেশন ও কাষ্টমস হাউজের কাজ চলমান রয়েছে। যা খুব শীঘ্রই শেষ হবে।

(১ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান ভারতের হলদিবাড়ী রেলওয়ে স্টেশন থেকে রেল ট্রলি যোগে চিলাহাটী স্টেশনে আসেন। পরে নবনির্মিত রেললাইনসহ নির্মিত ও নির্মানাধীন বিভিন্ন অবকাঠানো পরিদর্শন শেসে সন্ধায় একই পথে ভারতে ফিরে যান। এ সময় তার সাথে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ৫৬বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হক। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান, জানান এ রেলপথ চালু হলে এ অঞ্চলের ব্যবসা- বানিজ্যের দ্বার উম্মোচন হবে। দুই দেশের বিদ্যমান যে সম্পর্ক রয়েছে তা আরও গভীর হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo