• আন্তর্জাতিক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৮২ জন 

  • আন্তর্জাতিক
  • ০১ ডিসেম্বর, ২০২০ ১৩:১৪:৩২

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৬২ হাজার ৮০৯ জন। এ সময়ে মৃত্যুবরণ করেছেন ৪৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।

কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দিল্লিতে ৯ হাজার ১৭৪ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪২৪, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৬১ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯২ জন মারা গেছে করোনায়।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৩৫ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। এদিকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৯৭ জন।

মন্তব্য ( ০)





  • company_logo