• আন্তর্জাতিক

বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদেই নারীদের নিয়োগ

  • আন্তর্জাতিক
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৭:০৬:০৯

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের সব গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দিয়েছেন। বাইডেন শিবির দাবি করছে, দেশের ইতিহাসে এমন নিয়োগের ঘটনা এই প্রথম। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউসের প্রেস টিমের নেতৃত্ব দিতে যে নারী নিয়োগ পেয়েছেন; তিনি হলেন বাইডেনের নির্বাচনী প্রচারণা শিবিরের কমিউনিকেশন্স ডিরেক্টর কেট বেডিংফিল্ড।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের কমিউনিকেশন্স ডিরেক্টর জেন সাকি হতে যাচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি। প্রসঙ্গত, ওবামা প্রশাসনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিলেও বাইডেন ওবামা প্রশাসনের লোকজনকেই ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনছেন বলে অভিযোগ অনেকের।

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আজ প্রথম সম্পূর্ণরূপে নারীদের নিয়ে গঠিত হোয়াইট হাউসের যোগাযোগ টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। যোগ্য, অভিজ্ঞ এই যোগাযোগকারীরা তাদের কাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটাবেন এবং দেশকে ফের ভালো করে গড়ে তুলতে একই প্রতিশ্রুতির অধীনে কাজ করবেন।’

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের দুই শীর্ষ প্রেস উপদেষ্টা হতে যাচ্ছেন সিমন স্যান্ডার্স এবং অ্যাশলে এটিন্নে। মন্ত্রিসভার অংশ না হওয়ায় প্রেস দফতরে নিয়োগ পেতে সিনেটের অনুমোদন লাগে না।

মন্তব্য ( ০)





  • company_logo