• অপরাধ ও দুর্নীতি

বুড়িমারীতে গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যার ৩৮ আসামি গ্রেফতার, অভিযান অব্যাহত 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ নভেম্বর, ২০২০ ১৬:১৫:১৯

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ  জেলার  পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে (৫০) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আসামি আবদুর রাজ্জাক বাবলা (২৬) ও জিএম মানিক (৪৫)।রোববার রাতে হত্যায় দায়ের করা পুলিশের ওপর হামলা এবং ইউপি ভবনে হামলার মামলায় অজ্ঞাত নামীয় আসামি বাবলা ও মানিককে বুড়িমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত গ্রেফতার ৩৮ জন।গ্রেফতার দুজন হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাতপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক বাবলা ও একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জিএম মানিক।এর আগে গত বৃহস্পতিবার জুয়েলকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মারার ঘটনায় রাসেল ইসলাম রাজ ওরফে বিশু (২২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জুম্মাপাড়ার হামিদুল ইসলামের ছেলে।গত ১৪ নভেম্বর এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মো. আফাজ উদ্দিনকে (৬০) গ্রেফতার করা হয়। আফাজ উদ্দিনের বাড়ি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউপি ভবনে আটকে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবনের দরজা-জানালা ভেঙে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেন স্থানীয়রা।

মন্তব্য ( ০)





  • company_logo