• প্রশাসন

চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ১৯ নভেম্বর, ২০২০ ১৮:৪৩:৩৩

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানে চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও বিট পুলিশিংয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আশিকুর রহমান। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মুহিদ উদ্দিন বিপিএম (বার)। আলোসভায় তিনি বলেন, আমাদের বেতন হয় এদেশের জনগণের টাকায়। এদেশের জনগণের নিরাপত্তার দেয়ায় আমাদের প্রধান কাজ। পুলিশের কাজ হবে শেষে নয়, প্রথকে মানুষকে সেবা দেয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংবাদিক শাহ আলম সনি, আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মতিয়ার রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ।

মন্তব্য ( ০)





  • company_logo