• প্রশাসন
  • লিড নিউজ

করোনা সংক্রমণে দ্বিতীয় পর্যায়ে সিএমপি'র মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ১২ নভেম্বর, ২০২০ ১৫:২৫:২১

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রামঃ করোনা সংক্রমণে এবার দ্বিতীয় পর্যায়ে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনমূলক লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এ  উপলক্ষে ১১ নভেম্বর  বেলা ১১ঃ০০ ঘটিকায় নগরীর খুলশী থানাধীন কনকর্ড খুলশী টাউন সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এই অনুষ্টানে গতবারের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়েও নগরীর প্রতিটি থানার মাধ্যমে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন টিম সিএমপি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণের সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অতীতেও কাজ করেছে এবারো এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(উত্তর বিভাগ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর, সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

জনগনের সেবা নিশ্চিত করতে টিম সিএমপি সব সময় জনতার পাশে আছে এবং সেই সাথে জনগনকে সচেতন থাকার তাগিদ দিয়ে ২য় পর্যায়ে করোনা সংক্রমণ রোধে সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo