• উদ্যোক্তা খবর

মানিকগঞ্জে কয়রা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • উদ্যোক্তা খবর
  • ০৭ নভেম্বর, ২০২০ ২০:৩৬:০৯

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন- কয়রা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে পাঁচ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আজ (শনিবার) শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কয়রা জামে মসজিদ প্রাঙ্গনে এই স্বাস্থ্যসেবা কর্মসূচীর আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক
ডা. আশিউলআমিন ও ডা. ফাহমিদা রহমান তত্ত্বাবধানে পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে আগত গ্রামবাসীদের ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় এবং শরীর পরীক্ষা করে তাদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

এর আগে, সকাল ১০টায় সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং মানিকগঞ্জ পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দি মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচীর
উদ্বোধন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার পরিচালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, ডা. বদর উদ্দিন হাবিল, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মতিউর প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo