• প্রশাসন

শ্রীমঙ্গলে দুর্গা পূজা সামনে রেখে পুলিশের মতবিনিময় সভা

  • প্রশাসন
  • ১৫ অক্টোবর, ২০২০ ১৭:২৬:৩৫

ছবিঃ সিএনআই

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন সার্বজনীন দুর্গা পূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের পরিচালনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালী দত্ত, ৩নং ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল প্রমুখ।
এছাড়াও পৌরসভা ও সকল ইউনিয়নের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় পূজা চলাকালীন, সঠিকভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন, পুজা পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান, দূর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও ফোর্স মোতায়েন, প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, পূজা উদ্যাপন কমিটির করনীয়/বর্জনীয়, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, মনিটরিং সেল ও কন্ট্রোলরুম স্থাপন সংক্রান্তে বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo