• শিক্ষা

রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না এইচএসসি শিক্ষার্থীদের: মুহাম্মদ জিয়াউল হক

  • শিক্ষা
  • ০৮ অক্টোবর, ২০২০ ১৭:৫১:৪৫

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে ফল প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার এইচএসসি না হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা বাতিল হলেও রেজিস্ট্রেশনের কোনো টাকা ফেরত দেওয়া হবে না। কেননা এর পুরো টাকাটাই পরীক্ষা আয়োজনের জন্য খরচ হয়ে গেছে।

তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য যে ফি নেওয়া হয়েছিল সে টাকা খরচ করে প্রশ্ন ছাপানো হয়েছে। এছাড়া পরীক্ষাও প্রায় আয়োজন করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় পরীক্ষা নেওয়া যায়নি, এজন্য আপাতত রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

মন্তব্য ( ০)





  • company_logo