• অপরাধ ও দুর্নীতি

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩০ আগস্ট, ২০২০ ১৭:৩৩:১৫

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে। নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শাহীনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে শাহীন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে তারা শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় দেখা করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যান শাহীন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  

মন্তব্য ( ০)





  • company_logo