• শিক্ষা

চবির ২ আবাসিক হলে তল্লাশি

  • শিক্ষা
  • ২৯ আগস্ট, ২০২০ ১৩:৫৪:৪৭

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২টি আবাসিক হল শাহজালাল ও শাহ্ আমানত হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলে অবৈধভাবে থাকার অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। তবে এমন কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় এই তল্লাশি চালানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া জানান, ‘হল বন্ধ ঘোষণা করার পর সব রুম সিলগালা করে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় অনুমতি নিয়ে তালা খুলে রুম থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এছাড়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুটি আবাসিক হলে আধঘন্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় শাহজালাল হলের ৬ থেকে ৭টি ও শাহ্ আমানত হলের ৩০টি রুমের তালায় সমস্যা পাওয়া গেছে। আমরা এগুলো পুনরায় সিলগালা করে দেবো।’

মন্তব্য ( ০)





  • company_logo