• অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে জাল স্ট্যাম্প, ডলার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৮ আগস্ট, ২০২০ ২৩:৩২:৪৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প, ডলার ও টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ডিএমপির রমনা বিভাগ এই অভিযান চালায়।

আজ রাতে ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)।’

শেখ মোহাম্মদ শামীম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’

সহকারী পুলিশ কমিশনার আরো বলেন, ‘এই চক্রের হোতা মাসুদ এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজ শুরু করেন। মাসুদের বাসায়সহ মোট চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। মাসুদ গত আট বছর ধরে এ কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সারাদেশেই তার এজেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’ 

মন্তব্য ( ০)





  • company_logo