• অপরাধ ও দুর্নীতি

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে জোড়া খুন, আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৬ আগস্ট, ২০২০ ২০:৫৬:১৩

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধিঃ  শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ ২ ব্যক্তি খুন হয়েছে। ২৬ আগষ্ট বুধবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের পশ্চিম বনগাঁও এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন (৫২) এবং নালিতাবাড়ী ইউনিয়নের রাজনগর এলাকার বনগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে কৃষক রিয়াজুল হক ৫০)। ওই ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত: ১০ জন আহত হয়েছেন।

এদিকে ওই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের কৃষক আব্দুস সালাম ও রিয়াজুল হকের মধ্যে ৫০ শতক জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। রিয়াজুল হক চলতি মৌসুমে তর্কিত জমিতে রোপা আমন ধান রোপণ করে। বুধবার সকালে আব্দুস সালামের লোকজন ওই জমি দখল করতে গেলে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের পক্ষের ইউপি সদস্য জয়নাল আবেদীন ও রিয়াজুল হকের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী (সার্কেল) জাহাঙ্গীর আলমসহ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেইসাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানান, জমি নিয়ে বিরোধে নিহত ২ ব্যক্তির ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo